শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

শেখ হাসিনার বিচারের রায় ঘিরে শঙ্কা নেই, সন্ত্রাসীদের ছাড় দেবে না সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা, ১২ নভেম্বর ২০২৫

জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আগামীকাল বৃহস্পতিবার রায়ের দিন ঘোষণাকে কেন্দ্র করে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক আছে, ১৩ নভেম্বর কোনো ধরনের বিশৃঙ্খলা সহ্য করা হবে না, সন্ত্রাসীদের কোনো ছাড় দেওয়া হবে না।”

মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতায়

বৈঠক সূত্রে জানা গেছে, রায় ঘোষণার দিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে রাজধানীসহ সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থানে থাকবে। সভায় আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতামূলক কার্যক্রমের আশঙ্কায় বাহিনীগুলোকে ১৩ নভেম্বরের পরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়।

বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–সহ বিভিন্ন রাজনৈতিক দলকে মাঠে থাকতে এবং নাশকতা প্রতিরোধে সহায়তা করতে আহ্বান জানানো হয়েছে।

উপদেষ্টা বলেন, “সন্দেহভাজন কাউকে দেখলে নাগরিকরা আইন নিজের হাতে তুলে না নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাবেন। যারা জামিনে বেরিয়ে পুনরায় অপরাধে জড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

বাসে আগুন ও ককটেল বিস্ফোরণে গোয়েন্দা ব্যর্থতা নেই

গত দুদিনে রাজধানীর বিভিন্ন এলাকায় বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনায় জাহাঙ্গীর আলম বলেন, “এখানে গোয়েন্দা সংস্থার কোনো ব্যর্থতা নেই। বড় কোনো মিছিল বা সংগঠিত হামলা হয়নি। তবে এমন ঘটনা যাতে আর না ঘটে, সে বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।”

তিনি বলেন, “যারা এসব করছে, তারা দুষ্কৃতকারী। তাদের প্রতিহত করা শুধু পুলিশের দায়িত্ব নয়—রাজনৈতিক দল ও জনগণকেও এগিয়ে আসতে হবে।”

প্রকাশ্যে গুলি করে হত্যার সাম্প্রতিক ঘটনার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, “দুটি ঘটনাই সন্ত্রাসী বাহিনীর অভ্যন্তরীণ দ্বন্দ্বের অংশ। জড়িত কয়েকজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। সীমান্ত দিয়ে কোনো সন্ত্রাসী যাতে দেশে প্রবেশ করতে না পারে, সে জন্য বিজিবিকে নির্দেশ দেওয়া হয়েছে।”

নিরাপত্তা জোরদার ও নতুন উদ্যোগ

বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, মেট্রোরেল, রেলওয়ে ও কেপিআইভুক্ত স্থাপনায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদারের সিদ্ধান্ত হয়।

অগ্নিসংযোগ রোধে ঢাকার সড়কপথের জ্বালানি পাম্পগুলোতেও তেল বিক্রি সাময়িকভাবে সীমিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, জাতীয় নির্বাচনের প্রস্তুতি বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।

পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, তাদের প্রশিক্ষণ ও প্রস্তুতি চলতি মাসেই শেষ হবে, অন্য বাহিনীগুলো ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করবে।

মাদকের বার অনুমোদন স্থগিত রাখার সিদ্ধান্তও বৈঠকে গৃহীত হয়।

তিনি বলেন, “নির্বাচন ঘিরে আমাদের প্রস্তুতি সন্তোষজনক। অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযান আরও বেগবান করা হবে। পুলিশের জন্য ‘বডি–ওন ক্যামেরা’ ক্রয়ের প্রক্রিয়াও দ্রুত শেষ করা হবে।”

বিমানবন্দরে ও নগরজুড়ে সতর্কতা

চলমান পরিস্থিতিতে বেবিচক (বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ) দেশের সব বিমানবন্দরে বাড়তি সতর্কতা জারি করেছে।

বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) কাউছার মাহমুদ জানান, নিরাপত্তা জোরদারে বিমানবন্দর কর্তৃপক্ষকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ বলেন, “বেবিচকের নির্দেশনা অনুযায়ী আমরা নিরাপত্তা টহল ও চেকিং আরও জোরদার করেছি।”

ডিএমপি কমিশনারের আহ্বান

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী ঢাকাবাসীর সহযোগিতা চেয়ে বলেন, “১৩ নভেম্বর নিয়ে কোনো শঙ্কা নেই। ঢাকাবাসী অপরিচিত কাউকে আশ্রয় দেবেন না, যানবাহন বা মোটরসাইকেল ভাড়া দেওয়ার আগে যাচাই করুন।”

মিন্টো রোডে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সামাজিক মাধ্যমে অপপ্রচারে আতঙ্ক না ছড়িয়ে, সবাইকে সতর্ক থাকতে হবে। যে কোনো নাশকতা প্রতিরোধে আমাদের সক্ষমতা রয়েছে।”

তিনি জানান, গত দুদিনে ১৭টি ককটেল বিস্ফোরণ ও ৯টি যানবাহনে আগুনের ঘটনায় ১৭টি মামলা ও ৫০ জন গ্রেপ্তার হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন