বুধবার, ৮ অক্টোবর ২০২৫

নেপালে সংসদ পুনর্বহালের দাবি রাজনৈতিক দলগুলোর

নেপালের প্রধান রাজনৈতিক দলগুলো দেশটির প্রেসিডেন্ট রাম চন্দ্র পৌডেলের কাছে ভেঙে দেওয়া সংসদ পুনর্বহারের দাবি জানিয়েছে। তাদের অভিযোগ, সাম্প্রতিক দুর্নীতিবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে প্রেসিডেন্টের এই পদক্ষেপ সংবিধানবিরোধী।

শনিবার (১৩ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে নেপাল কংগ্রেস, সিপিএন-ইউএমএল, মাওয়িস্ট সেন্টারসহ আটটি দলের প্রধান হুইপরা এই দাবি জানান। এর আগে শুক্রবার (১২ সেপ্টেম্বর) অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সুপারিশে প্রেসিডেন্ট পৌডেল প্রতিনিধি পরিষদ ভেঙে দেন।

বিক্ষোভ, সহিংসতা ও রাজনৈতিক অস্থিরতা

সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার প্রতিবাদে গত সপ্তাহে শুরু হওয়া গণ-বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে ৫০ জনেরও বেশি মানুষ নিহত হন। আন্দোলনকারীদের দাবির মধ্যে সংসদ ভেঙে দেওয়া অন্যতম ছিল। তবে রাজনৈতিক দলগুলো বলছে, এই দাবি মোকাবেলা করা উচিত জনগণের ভোটে নির্বাচিত প্রতিষ্ঠানের মাধ্যমে, হঠাৎ বিলুপ্তি ঘটিয়ে নয়।

প্রেসিডেন্ট ও দলগুলোর অবস্থান

শনিবারের বিবৃতিতে দলগুলো প্রেসিডেন্টের সিদ্ধান্তকে আদালতের পূর্ববর্তী রায়েরও পরিপন্থী বলে উল্লেখ করে। অন্যদিকে প্রেসিডেন্ট পৌডেল সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “সংবিধান টিকে আছে, সংসদীয় ব্যবস্থা টিকে আছে এবং গণতান্ত্রিক প্রজাতন্ত্র এখনো টিকে আছে। আগামী ছয় মাসের মধ্যে নির্বাচন আয়োজনের সুযোগ রয়েছে।”

নতুন প্রধানমন্ত্রী, নতুন চ্যালেঞ্জ

শুক্রবার কাঠমান্ডুতে শপথ নেন নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। দুর্নীতিমুক্ত ভাবমূর্তির অধিকারী কার্কিকে জেন জি আন্দোলনের তরুণ নেতারাও সমর্থন দিয়েছে। তবে তার সামনে রয়েছে একাধিক চ্যালেঞ্জ—আইনশৃঙ্খলা পুনরুদ্ধার, ভাঙচুর হওয়া সংসদ ও সরকারি ভবন পুনর্নির্মাণ, তরুণ প্রজন্মের আস্থা ফিরিয়ে আনা, গণতন্ত্র নিয়ে উদ্বিগ্ন নাগরিকদের আশ্বস্ত করা এবং সহিংসতার দায়ীদের বিচারের মুখোমুখি করা।

সূত্র: বিবিসি


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন