বুধবার, ৮ অক্টোবর ২০২৫

ফিলিস্তিনিদের সমর্থনে ইসরাইলি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি ইয়েমেনের

ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত সশস্ত্র বাহিনী জানিয়েছে, তারা ফিলিস্তিনিদের সমর্থনে ইসরাইল দখলকৃত নেগেভ অঞ্চলসহ একাধিক স্থানে সফল ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) আল-মাসিরাহ টিভিতে প্রচারিত এক বিবৃতিতে এই দাবি করেন বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি।

তিনি জানান, বৃহস্পতিবার ‘প্যালেস্টাইন-২’ সুপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে নেগেভ অঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে আঘাত হানা হয়। এ সময় বহু ইসরাইলি বসতি স্থাপনকারী আশ্রয়কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়। একইসঙ্গে তাদের ড্রোন ইউনিট এলাতের রামন বিমানবন্দর ও নেগেভের আরও একটি সামরিক স্থাপনায় হামলা চালায়।

পাল্টা প্রতিশোধের ঘোষণা

হামলাগুলোকে গাজায় ইসরাইলি আগ্রাসন ও ইয়েমেনে বিমান হামলার প্রতিশোধ হিসেবে উল্লেখ করেছে সশস্ত্র বাহিনী। ইয়েমেনি কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, দখলকৃত ভূখণ্ডে আর কোনো স্থান ইসরাইলি বাহিনী বা বসতি স্থাপনকারীদের জন্য নিরাপদ থাকবে না।

ইয়েমেনি গণমাধ্যম কর্মকর্তা আবদুল্লাহ আল-আহনুমি বলেন, সানায় বেসামরিকদের লক্ষ্য করে ইসরাইলি হামলার জবাব অবশ্যই দেওয়া হবে। তিনি জানান, ভবিষ্যতে হামলার লক্ষ্যবস্তুতে সামরিক ঘাঁটি, বিমানবন্দর ও বসতি স্থাপনকারীদের সমাবেশ অন্তর্ভুক্ত থাকবে।

ইসরাইলি বিমান হামলায় নিহত বেসামরিকরা

এই ঘোষণার একদিন আগে ইসরাইলি যুদ্ধবিমান সানা ও আল-জওফ প্রদেশে একাধিক হামলা চালায়। এতে প্রায় ৩০ জন নিহত ও ১৩০ জনের বেশি আহত হন। ধ্বংস হয় আবাসিক ভবন, চিকিৎসাকেন্দ্র এবং সংবাদমাধ্যমের কার্যালয়। নিহতদের মধ্যে কয়েকজন সাংবাদিকও রয়েছেন।

জাতিসংঘ সাম্প্রতিক এই হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এর আগে, আগস্টের শেষ সপ্তাহে সানায় বিমান হামলায় ইয়েমেনি প্রধানমন্ত্রী ও কয়েকজন মন্ত্রী নিহত হন।

গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয়

২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরাইলের আগ্রাসন শুরুর পর থেকে ইয়েমেনিরা কৌশলগত সামুদ্রিক অবরোধ ও একাধিক হামলার মাধ্যমে ফিলিস্তিনিদের সমর্থন জানিয়ে আসছে। ইয়েমেনি বাহিনী ঘোষণা করেছে, ইসরাইল গাজায় আক্রমণ বন্ধ না করা পর্যন্ত তাদের অভিযান চলবে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত অন্তত ৬৪ হাজার ৬৫৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

সূত্র: মেহের নিউজ


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন