বুধবার, ৮ অক্টোবর ২০২৫

চট্টগ্রামে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে বাণিজ্য উপদেষ্টা ও পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য বৈচিত্র্য ও সক্ষমতা বাড়াতে বিভিন্ন দেশের সঙ্গে সংযুক্ত হওয়ার চেষ্টা করছি : বাণিজ্য উপদেষ্টা

চট্টগ্রাম, ২২ আগস্ট ২০২৫ :

বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, “বাণিজ্যে বৈচিত্র্য আনতে এবং সক্ষমতা বাড়াতে আমরা বিভিন্ন দেশের সঙ্গে উদারভাবে সংযুক্ত হওয়ার চেষ্টা করছি। বিক্রয় প্রবৃদ্ধি অর্জন এবং প্রতিযোগিতামূলক মূল্যে আমদানির সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে পাকিস্তানের সঙ্গে ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে কাজ করা হচ্ছে।”

শুক্রবার দুপুরে চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার চিটাগাংয়ের হল রুমে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ‘মিটিং উইথ জাম কামাল খান অ্যান্ড শেখ বশিরউদ্দীন’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শেখ বশিরউদ্দীন আরও বলেন, “আমরা শুধু বাণিজ্য বৃদ্ধি নয়, রপ্তানি–আমদানি সক্ষমতা উন্নয়নসহ বহুমাত্রিক খাত নিয়ে কাজ করছি। বাংলাদেশের ব্যবসায়ীরা একত্রে এগিয়ে এলে জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও শক্তিশালী হবে।”

পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান বৈঠকে জানান, দুই দেশের মধ্যে একটি যৌথ বাণিজ্যিক রোডম্যাপ তৈরির পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, “আগামী কয়েক বছরের জন্য কোন খাতে বিনিয়োগ ও বাণিজ্যে গুরুত্ব দেওয়া হবে, তার বিস্তারিত ওই রোডম্যাপে নির্ধারণ করা হবে। জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ স্বাক্ষরের পর খসড়া প্রস্তাব প্রস্তুত করা হবে।”

তিনি আরও বলেন, “গ্লোবাল ইকোনমি দ্রুত পরিবর্তিত হচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) নতুন গতিতে বিশ্ব বাণিজ্যকে বদলে দিচ্ছে। খাদ্য, কৃষি, উৎপাদন, মাছ ও সামুদ্রিক খাদ্য, সেবা খাত, স্বাস্থ্যসেবা, লেদার, ফুটওয়্যার, তৈরি পোশাকসহ একাধিক ক্ষেত্রে বাংলাদেশ–পাকিস্তান সহযোগিতা বাড়াতে পারে।”

বিমান সংযোগ প্রসঙ্গে তিনি বলেন, “দুই দেশের ব্যবসায়ীদের যোগাযোগ জোরদার করতে সরাসরি বিমান চলাচল চালু জরুরি। আমরা এ বছরের শেষ নাগাদ ঢাকা–করাচি ও করাচি–ঢাকা সরাসরি ফ্লাইট চালুর জন্য উদ্যোগ নিচ্ছি।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম চেম্বারের প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশা। বক্তব্য দেন বিএসআরএম চেয়ারম্যান আলিহুসেইন আকবরআলী, বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহসভাপতি আমিরুল ইসলাম চৌধুরী, চেম্বারের সাবেক পরিচালক আমজাদ হোসেন চৌধুরী প্রমুখ। সমাপনী বক্তব্য দেন বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দিন।

বৈঠকে ব্যবসায়ী নেতারা চট্টগ্রাম–করাচি সরাসরি বিমান যোগাযোগ চালু, সামুদ্রিক জাহাজে পণ্য পরিবহন বৃদ্ধি এবং শিপবিল্ডিং খাতে সহযোগিতার আহ্বান জানান। তাদের মতে, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দুই দেশের বাণিজ্য সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং বাণিজ্য ঘাটতি কমবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন