বুধবার, ৮ অক্টোবর ২০২৫

পামঅয়েলের দাম লিটারে ১৯ টাকা কমালো সরকার

আন্তর্জাতিক বাজারে মূল্য কমার প্রভাবে দেশে পামঅয়েলের দাম প্রতি লিটারে ১৯ টাকা কমিয়েছে সরকার। এখন থেকে খোলা পামঅয়েল বিক্রি হবে লিটারপ্রতি ১৫০ টাকায়, যা আগে ছিল ১৬৯ টাকা।

মঙ্গলবার (১২ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন দাম ঘোষণা করেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। তিনি জানান, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ভোজ্যতেলের আন্তর্জাতিক ও স্থানীয় বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করে থাকে। সম্প্রতি বিশ্ববাজারে পামঅয়েলের দাম নিম্নমুখী হওয়ায় কমিশনের সুপারিশে এই সমন্বয় করা হয়েছে।

বাণিজ্য সচিব বলেন, দেশের ভোজ্যতেলের বাজারে ৬০ শতাংশই পামঅয়েলের দখলে। আন্তর্জাতিক বাজারে মূল্য হ্রাসের কারণে দেশেও দাম কমানো হয়েছে। তবে সয়াবিন তেলের দাম অপরিবর্তিত রয়েছে—বোতলজাত সয়াবিন লিটারপ্রতি ১৮৯ টাকায় বিক্রি হবে।

উল্লেখ্য, সর্বশেষ গত ১৫ এপ্রিল সয়াবিন ও পামঅয়েলের দাম নির্ধারণ করেছিল সরকার।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন