শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

দুদকের নতুন সচিব হিসেবে যোগ দিলেন মোহাম্মদ খালেদ রহীম

দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর নতুন সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ খালেদ রহীম। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন ক্যাডারের ১৫তম ব্যাচের একজন অভিজ্ঞ কর্মকর্তা।

গত ১৬ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব পদ থেকে পদোন্নতি দিয়ে দুদকের সচিব হিসেবে পদায়ন করা হয়। আজ তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

চাকরিজীবনের শুরুতে মোহাম্মদ খালেদ রহীম নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করার পাশাপাশি তিনি জীবন বীমা কর্পোরেশন, বিসিএস প্রশাসন একাডেমি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং মন্ত্রিপরিষদ বিভাগে দায়িত্ব পালন করেছেন।

প্রশাসনিক দক্ষতা ও অভিজ্ঞতায় সমৃদ্ধ খালেদ রহীম আমন্ত্রিত বক্তা হিসেবে বিভিন্ন সরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানে চাকরি সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের উপর বক্তব্য দিয়ে থাকেন।

দুদকের নতুন সচিবের দায়িত্ব গ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠানটির প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্ট মহলে প্রত্যাশা করা হচ্ছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন