বুধবার, ৮ অক্টোবর ২০২৫

শাংহাইয়ে বাংলাদেশের বিনিয়োগ সেমিনারে অংশ নিচ্ছে শতাধিক চীনা কোম্পানি

ঢাকা | ২০ জুলাই ২০২৫

চীনের অন্যতম অর্থনৈতিক কেন্দ্র শাংহাইয়ে আগামীকাল শুরু হতে যাচ্ছে বাংলাদেশের বিনিয়োগ সেমিনার, যেখানে অংশ নিচ্ছে চীনের ১০০টিরও বেশি কোম্পানি। সেমিনারটির লক্ষ্য বাংলাদেশে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (FDI) আকর্ষণ ও বিনিয়োগকারীদের জন্য সহায়ক পরিবেশ তুলে ধরা।

এই সেমিনার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ দূতাবাস, বেইজিং-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। এতে চীনের ইলেকট্রনিক্স, টেক্সটাইল, কৃষি ব্যবসা, বায়োটেকনোলজি, ফার্মাসিউটিক্যালস এবং মেডিকেল ডিভাইস খাতের শীর্ষস্থানীয় কোম্পানিগুলো অংশগ্রহণ করছে।

বাংলাদেশ থেকে বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ইতোমধ্যেই চীনে পৌঁছেছে। তারা ২১ থেকে ২৬ জুলাই শাংহাই ও গুয়াংজুতে একাধিক বিনিয়োগ সংলাপ, কর্মসূচি ও ব্যবসায়িক সভায় অংশ নেবেন। প্রতিনিধি দলে আরও রয়েছেন বিডা ও বেজার ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং এইচএসবিসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ও সিটি ব্যাংক এনএ-এর প্রতিনিধিরা।

এ বিষয়ে চৌধুরী আশিক মাহমুদ বলেন, “চীনা কোম্পানিগুলোর আগ্রহ আমাদের আশাবাদী করে তুলেছে। বাংলাদেশে বিনিয়োগে তাদের আকৃষ্ট করতে আমরা প্রয়োজনীয় তথ্য ও সর্বোচ্চ সহায়তা দেব।” তিনি আরও জানান, “এই সফর বাংলাদেশের শিল্পখাতে বৈদেশিক বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর এবং রপ্তানি বাজার সম্প্রসারণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

বিনিয়োগ সেমিনারটিকে বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার কৌশলগত উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। এতে বাংলাদেশে শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন