শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের ফেসবুকে ‌‘কঠোর’ নজরদারি

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে কঠোর নজরদারি করবে সরকার। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) জানিয়েছে, “সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের অনুশাসন” না মানলে তা চাকরিবিধি লঙ্ঘন এবং অসদাচরণের পর্যায়ভুক্ত অপরাধ হিসেবে গণ্য করা হবে।

রবিবার (২৯ জুন) মাউশি দেশের সব সরকারি কলেজের অধ্যক্ষ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে। সোমবার (৩০ জুন) মাউশির ওয়েবসাইটে চিঠিটি প্রকাশ করা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০১৫ সালের ১৫ জানুয়ারি এবং মাউশি অধিদপ্তরের ২০২০ সালের ২২ অক্টোবরের প্রজ্ঞাপন অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, “সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সরকারের সুনির্দিষ্ট নির্দেশিকা ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০১৯’ রয়েছে। এ নির্দেশ অমান্য করা সরকারি চাকরিবিধির সুষ্পষ্ট লঙ্ঘন এবং সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা, ২০১৮ অনুযায়ী অসদাচরণের পর্যায়ভুক্ত অপরাধ।”

একই সঙ্গে মাউশি অধিদপ্তরের ২০২০ সালের ২২ অক্টোবর জারি করা বিজ্ঞপ্তির নির্দেশনা যথাযথভাবে অনুসরণের জন্য প্রতিষ্ঠান ও দপ্তরপ্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন