বুধবার, ৮ অক্টোবর ২০২৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯

বরিশালে ৪ ও ঢাকা দক্ষিণে ১ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে চারজন বরিশাল বিভাগে এবং একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় মৃত্যুবরণ করেন। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫৯ জন রোগী।

শুক্রবার (১৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ১৪৪ জন।

চলতি বছর ১ জানুয়ারি থেকে ১৩ জুন পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৫৭০ জনে। এর মধ্যে ৫৯ দশমিক ৫ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ৫ শতাংশ নারী। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ২৮ জন, যাদের মধ্যে ৫৩ দশমিক ৬ শতাংশ পুরুষ এবং ৪৬ দশমিক ৪ শতাংশ নারী।

ডেঙ্গু নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর পুনরায় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে মশার বিস্তার রোধে স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও নাগরিকদের সক্রিয় ভূমিকা রাখার উপর গুরুত্ব দিয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন