শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

আন্তর্জাতিক শ্রম সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন

আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)-এর সদর দপ্তরে অনুষ্ঠিত ১১৩তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে বাংলাদেশের পক্ষে অংশগ্রহণ করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

সম্মেলনের বিভিন্ন অধিবেশনে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি দল শ্রমবাজার, কর্মসংস্থান, শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি এবং শোভন কর্মপরিবেশসহ শ্রমখাত সংশ্লিষ্ট নীতিগত বিষয়সমূহ উপস্থাপন করছেন। আগামীকাল অনুষ্ঠিতব্য প্লেনারি সেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখবেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা। তার বক্তব্যে দেশের শ্রমখাতে অর্জিত অগ্রগতি, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হবে।

প্রসঙ্গত, আন্তর্জাতিক শ্রম সম্মেলন হলো আইএলও-এর সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম, যেখানে সদস্য রাষ্ট্রসমূহের সরকার, শ্রমিক ও মালিক পক্ষের প্রতিনিধিরা অংশগ্রহণ করে থাকেন।

বাংলাদেশ প্রতিনিধিদল এবারের সম্মেলনে শ্রমিকদের অধিকার সুরক্ষা, নিরাপদ ও টেকসই কর্মপরিবেশ নিশ্চিতকরণ, কর্মসংস্থান বৃদ্ধি ও শ্রমবাজারে সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কার্যকর সংলাপে যুক্ত রয়েছে।

বাংলাদেশ প্রতিনিধি দলে রয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, বাংলাদেশ গার্মেন্টস প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)-এর প্রতিনিধি, বাংলাদেশ ইম্প্লোয়ার্স ফেডারেশন, শ্রমিক ও মালিক পক্ষের প্রতিনিধি এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ও শ্রম অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন