শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

শাহজালাল বিমানবন্দরে যাত্রী বিশৃঙ্খলা: বিভ্রান্তিকর প্রচারে ক্ষুণ্ণ হচ্ছে কর্তৃপক্ষের ভাবমূর্তি

ঢাকা | ৪ জুন ২০২৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া এয়ারলাইন্সের এক যাত্রীর অস্বাভাবিক আচরণকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে কিছু ইলেকট্রনিক ও সামাজিক গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রকাশিত হয়েছে। এসব প্রতিবেদন যথাযথ তথ্য যাচাই ব্যতিরেকে প্রচার করায় বিমানবন্দর কর্তৃপক্ষ ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিভিল এভিয়েশন) এ বিষয়ে সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৪ জুন রাত ১টা ৩৬ মিনিটে বোর্ডিং ব্রিজ ৬-এ নিরাপত্তা রাউন্ড চলাকালে মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট MH-196 এর এক যাত্রী মোঃ তুহিন আলী কর্তৃক অশোভন আচরণ পরিলক্ষিত হয়। তিনি অশ্রাব্য ভাষায় চিৎকার ও গালিগালাজ শুরু করেন। মালয়েশিয়া এয়ারলাইন্সের প্রতিনিধিরা তার পাসপোর্ট ও মালামাল বুঝিয়ে দিতে চেষ্টা করলেও তিনি তা গ্রহণ করতে অস্বীকৃতি জানান এবং নিজের মালামাল ও অর্থপত্র ছুঁড়ে ফেলেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঐ যাত্রী এমনকি নিজের মা–বাবাকে নিয়েও অশালীন মন্তব্য করেন এবং আশপাশে উপস্থিত যাত্রীদের ভেতর আতঙ্ক সৃষ্টি করেন। তার আচরণের কারণে বোর্ডিং ব্রিজ সংলগ্ন আরেকটি ফ্লাইটের স্ক্যানিং কার্যক্রম ব্যাহত হয়।

পরবর্তীতে নিরাপত্তা টিম ও এয়ারলাইন্সের প্রতিনিধিরা তাকে আগমনী ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করে ব্যাগেজ সংগ্রহে সহায়তা করতে চাইলেও তিনি তা প্রত্যাখ্যান করে ১ নম্বর বেল্টের দিকে গালিগালাজ করতে করতে চলে যান। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তার ভাই ও চাচার সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, যাত্রীটি অতীতেও এমন আচরণ করেছেন এবং তারা সেদিন রাতে এসে তাকে নিতে পারবেন না।

পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হলে ভোর ৫টা ৩০ মিনিটে তিনি বিমানবন্দর ত্যাগ করেন। পুরো ঘটনার সময় বিমানবন্দর কর্তৃপক্ষ, সিভিল এভিয়েশন এবং এয়ারলাইন্সের প্রতিনিধিরা পেশাদারিত্বের সাথে ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দেন।

তবে দুঃখজনকভাবে, ঘটনার আংশিক অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যা বিভ্রান্তিকর এবং বিকৃত তথ্যের ভিত্তিতে তৈরি। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, এমন প্রচার দেশে বিমানবন্দরের ভাবমূর্তি এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকল গণমাধ্যমকে অনুরোধ জানিয়েছে, ভবিষ্যতে বিমানবন্দর সংশ্লিষ্ট যেকোনো সংবাদ প্রচারের আগে যথাযথ উৎস থেকে সত্যতা যাচাই করে সংবাদ পরিবেশন করতে—যাতে জনমনে বিভ্রান্তি না ছড়ায় এবং দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোর সম্মান অক্ষুণ্ণ থাকে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন