শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

২৫২ জন বিচারককে একযোগে বদলি, পদোন্নতি পেয়েছেন ১২ জন

দেশের বিচার বিভাগে বড় ধরনের রদবদল আনা হয়েছে। জেলা ও দায়রা জজ, অতিরিক্ত জেলা জজ এবং সহকারী ও সিনিয়র সহকারী জজসহ দেশের নিম্ন আদালতের ২৫২ জন বিচারককে একযোগে বদলি করেছে সরকার। একইসঙ্গে ১২ জন বিচারককে পদোন্নতি দেওয়া হয়েছে।

সোমবার (২ জুন) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আইন মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন-১) এ এস এম গোলজার রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বদলিকৃত ও পদোন্নতিপ্রাপ্ত বিচারকদের তালিকা সংযুক্ত রয়েছে।

এই ব্যাপক রদবদলকে বিচারব্যবস্থায় গতিশীলতা এবং সেবা নিশ্চিতের অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট মহল। বিচারপ্রার্থীদের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে এ ধরনের রোটেশনাল বদলি এবং প্রশাসনিক পুনর্বিন্যাস সময়োপযোগী বলে মত দিয়েছেন বিশ্লেষকরা।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন