বুধবার, ৮ অক্টোবর ২০২৫

বাসস্থান খাতে চাপ বাড়াল বাজেট, শুল্ক-ভ্যাট বৃদ্ধিতে ব্যয় বাড়বে নির্মাণে

অন্তর্বর্তী সরকারের প্রথম জাতীয় বাজেটে ফ্ল্যাট কেনা এবং বাড়ি নির্মাণে আগ্রহীদের জন্য এসেছে দুঃসংবাদ। চলতি অর্থবছরের বাজেটে বাড়ি নির্মাণে ব্যবহৃত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উপকরণের ওপর শুল্ক ও মূল্য সংযোজন কর (ভ্যাট) বৃদ্ধি করা হয়েছে, যা সরাসরি নির্মাণ ব্যয় বাড়াবে।

নতুন বাজেটে আবাসন খাতে বিদ্যমান সাড়ে ৭ শতাংশ ভ্যাট বাড়িয়ে ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। ফলে ফ্ল্যাট বা বাণিজ্যিক স্পেস কেনায় গ্রাহকদের অতিরিক্ত অর্থ ব্যয় করতে হবে। একইসঙ্গে, রডসহ কিছু নির্মাণ সামগ্রীর ওপর নির্ধারিত ভ্যাট বৃদ্ধির ফলে নির্মাণ ব্যয় আরও বাড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

রিয়েল এস্টেট খাতের সংশ্লিষ্টদের মতে, ভ্যাট ও শুল্ক বৃদ্ধির এ ধারা অব্যাহত থাকলে আবাসন খাতের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। এতে ক্রয়ক্ষমতা হ্রাস পাওয়ার পাশাপাশি নতুন প্রকল্পেও মন্দা দেখা দিতে পারে।

এবারের বাজেট ঘোষণায় উল্লেখযোগ্য দিক হলো, এটি সংসদের বাইরে উপস্থাপন করা হয়েছে। সংসদ না থাকায় এবারের বাজেট নিয়ে কোনো আলোচনা বা বিতর্কের সুযোগ থাকছে না। উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বাজেট উপস্থাপন করেন। আগামী ৩০ জুন রাষ্ট্রপতির অধ্যাদেশ আকারে এটি কার্যকর করা হবে।

তবে বাজেট ঘোষণার পরদিনই সংবাদ সম্মেলনে বাজেট নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন অর্থ উপদেষ্টা। পুরো জুন মাসজুড়ে বিভিন্ন অংশীজনের মতামত গ্রহণের কথাও জানান তিনি।

উল্লেখ্য, এটি দেশের ইতিহাসে ৫৪তম জাতীয় বাজেট। নির্মাণ খাত সংশ্লিষ্টরা বলছেন, এবারের বাজেট বাস্তবায়নে মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত শ্রেণির আবাসন স্বপ্ন ধাক্কা খেতে পারে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন