বুধবার, ৮ অক্টোবর ২০২৫

বিদ্যুৎ খাতে দুর্নীতির অনুসন্ধানে ১৫৬ বিদ্যুৎ কেন্দ্রের নথি তলব করল দুদক

বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) কাছে ১৫৬টি বিদ্যুৎ কেন্দ্রের নথিপত্র চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ৫ মে দুদকের প্রধান কার্যালয় থেকে উপ-পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীনের স্বাক্ষরে এই সংক্রান্ত একটি চিঠি পিডিবি চেয়ারম্যান বরাবর পাঠানো হয়।

জানা গেছে, চিঠিতে ২০০৯ সাল থেকে ২০২৪ সালের মধ্যে চালু হওয়া ২৩,৫৮৪ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১৫৬টি বিদ্যুৎ কেন্দ্রের চুক্তিসহ যাবতীয় নথি, পাওয়ার পারচেজ অ্যাগ্রিমেন্ট (PPA), ইমপ্লিমেন্টেশন অ্যাগ্রিমেন্ট, বোর্ড অনুমোদনের কাগজ, পরিশোধিত বিল ও বকেয়া বিল সংক্রান্ত রেকর্ডসহ সব প্রাসঙ্গিক নথিপত্র চাওয়া হয়েছে।

দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মো. আক্তারুল ইসলাম বলেন, “স্বজনপ্রীতির মাধ্যমে প্রকল্প পাস করানো, সরকারি জমি দখল, ভুয়া প্রকল্প দেখিয়ে ব্যাংক ঋণ নিয়ে অর্থ আত্মসাৎ, ঘুষ লেনদেন—এইসব সুনির্দিষ্ট অভিযোগ তদন্তের জন্য অনুসন্ধান দল আইনানুগ কার্যক্রম পরিচালনা করছে।”

বিজ্ঞাপন

চিঠিতে আরও বলা হয়েছে, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুসহ কয়েকজনের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, স্বজনপ্রীতির মাধ্যমে প্রকল্প অনুমোদন, সরকারি জমি দখল এবং ভুয়া প্রকল্পের মাধ্যমে অর্থ আত্মসাতের মতো গুরুতর অভিযোগ রয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে সম্প্রতি পাঁচ সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করেছে দুর্নীতি দমন কমিশন।

অনুসন্ধান দলের প্রধান অনতিবিলম্বে সত্যায়িত ফটোকপিসহ চাহিদাকৃত রেকর্ডপত্র সরবরাহের অনুরোধ জানিয়েছেন পিডিবিকে। বিশ্লেষকরা মনে করছেন, এ অনুসন্ধান দেশের বিদ্যুৎ খাতের স্বচ্ছতা নিশ্চিতকরণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন