শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

কোরবানির হাটে গরুবাহী গাড়ি মাঝপথে থামালে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা, ১৯ মে ২০২৫:

পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে নির্ধারিত কোরবানির পশুর হাটে যাওয়ার পথে গরুবাহী গাড়ি মাঝপথে থামানো হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (১৯ মে) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “কোরবানির সময় হাটগুলোর মধ্যে শৃঙ্খলার ঘাটতি দেখা দেয়। এ জন্য এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, গরুবাহী গাড়িতে নির্ধারিত হাটের নাম উল্লেখ থাকতে হবে। রাস্তার মাঝে গরু নামানো যাবে না। নির্ধারিত স্থানে গরু নামাতে হবে, নইলে ব্যবস্থা নেওয়া হবে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, হাটগুলোতে নিরাপত্তা নিশ্চিতে আনসার মোতায়েন থাকবে। কোনোটিতে ৭৫ জন করে আবার কোনোটিতে সংখ্যার তারতম্য হতে পারে। হাটে গরুর চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করতে হবে এবং আঘাতপ্রাপ্তদের জন্য ফার্স্ট এইডের ব্যবস্থা রাখাও বাধ্যতামূলক।

তিনি বলেন, “এ বছর হাসিল শতকরা ৫ টাকা হারে আদায় করা হলেও আগামী বছর থেকে ১০০ টাকায় ৪ টাকা হারে নির্ধারণ করা হবে।”

বাল্কহেড চলাচল ও অতিরিক্ত যাত্রী পরিবহন নিষিদ্ধ

ঈদের পাঁচ দিন আগে থেকে এবং ঈদের পর তিন দিন পর্যন্ত বাল্কহেড চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। কোনো অবস্থাতেই এটি রাতে চলতে পারবে না। পাশাপাশি বাস, ট্রেন, নৌযান ও পশুবাহী যানবাহনে অতিরিক্ত যাত্রী বা পশু বহন করা যাবে না বলেও জানান উপদেষ্টা।

যৌক্তিক দাবি ও শান্তিপূর্ণ আচরণের আহ্বান

উপদেষ্টা বলেন, “মানুষের দাবি থাকতেই পারে, তবে তা যেন অযৌক্তিক না হয়। সবাইকে নিজের প্রতিষ্ঠানের কমপ্লেক্সের মধ্যে অবস্থান করে দাবি জানাতে হবে, রাস্তা বন্ধ করে জনভোগান্তি সৃষ্টি করা যাবে না।”

এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, র‌্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন